এমন ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে
হাঁটতে হাঁটতে নাচছে অথবা
নাচতে নাচতে হাঁটছে
নাম না জানা হালকা ধূসর রঙের
একটা ছিপছিপে পাখি।
পাখিটা কি সুন্দর হাসছে
পাখা ঝাপটিয়ে গা দোলিয়ে
বৃষ্টিজলে মন খুশিতে ভিজছে !
এদিকে আমি ছোট্ট একটা ছাউনি তলে
ঠাঁই নিয়েছি ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচতে।
কাজের তাড়া বৃষ্টির ছাঁট মন খারাপের দিন,
তোমায় দেখে চঞ্চল মন শৈশবে বিলীন।
আমি কিন্তু তুমিই ছিলাম ছিপছিপে গড়ন !
বৃষ্টি এলেই এক পৃথিবী ভিজে নিতাম,
উল্লসিত দিনটা কাটতো ভীষণ ছন্দে ধিনতাধিন !