হেমকুন্ড সাহিব এর ব্রহ্মকমলগুলি একাকিত্বের কথা বলে বিলাপ করে না ।
হেমকুন্ড সাহিব এর জল, টলটলে আনন্দময়
এক ফোঁটা অশ্রু জলে মেশেনি
সমুদ্রকে দেখুন অন্তহীন ভাঙ্গা-গড়ার মধ্যে তার ঢেউ গুলি খুঁজে বেড়ায় আনন্দ
তিমিটিকে দিকে দেখুন অবিরাম সাঁতারের মধ্যে তার আনন্দ অন্বেষণ।
চাঁদের বুড়ি চাঁদের গায়ে লগ্ন হয়ে ওই যে আকাশের মগডালে ঝুলে আছে
সে কখনো হা-হুতাশ করেছে ?
মৃত্যুকালীন জবানবন্দিতে আমার পূর্বপুরুষেরা ইথার তরঙ্গকে জানিয়ে গিয়েছেন: জগতে আনন্দ আছে দুঃখ নেই
একাকিত্বের মন খারাপ গুলো পুঁটি মাছের ঝাঁক ঠুকরে ঠুকরে খেয়ে ফেলছে।