• Uncategorized
  • 0

গদ্য বোলো না -তে মুরারি সিংহ

চিরকুট

রবীন্দ্র-পরবর্তী আধুনিক কবিদের অন্যতম বুদ্ধদেব বসু কবি কাজি নজরুল ইসলামের কবিতা সম্পর্কে যে মূল্যায়ন করেছিলেন বাংলা-সাহিত্যের পরবর্তী সমালোচকেরা বেশিরভাগই তাকেই শিরোধার্য করেছেন। নজরুলের কবিতা বুদ্ধদেবকে অবশ্যই মুগ্ধ ও বিস্মিত করেছিল। নজরুলকে তিনি বলেছিলেন জাত-বোহেমিয়ান কবি। বলেছিলেন এক বেপরোয়া দিলখোলা স্ফূর্তিবাজ মানুষ এবং অপূর্ব তাঁর দায়িত্বহীনতা। নজরুলের কবিতার বিপুল জনপ্রিয়তা দেখে বুদ্ধদেব মন্তব্য করেছিলেন – “আমাদের সাহিত্যের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বড়ো খ্যাতি অন্য কোনো কবি অর্জন করতে পারেননি”। কিংবা – “অতি অল্প সময়ের মধ্যে অসামান্য লোকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এটা কবির পক্ষ্যে বিরল ভাগ্যের কথা”।
আমরা জানি জনপ্রিয়তার নিরিখে নজরুল অনেক সময়ে রবীন্দ্রনাথকেও নড়িয়ে দিয়েছিলেন। কিন্তু নজরুলের এই লোকপ্রিয়তাকেই আবার বুদ্ধদেব সন্দেহের চোখে দেখেছিলেন। বলেছিলেন – “যে লেখা বেরোবার সঙ্গে সঙ্গেই লোকপ্রিয় হয় তাকে আমরা ঈষৎ সন্দেহের চোখে দেখি। কারণ ইতিহাসে দেখা যায় সে-সব লেখা প্রায়শই টেকসই হয় না”। ‘জীবন-দর্শনের গভীরতা’ খুঁজে না পেয়ে অতঃপর ‘অসংযত, অসংবৃত, প্রগলভ’ নজরুল সম্পর্কে বুদ্ধদেবের মূল্যায়ন – “তিনি লোকপ্রিয় কবি এবং ভালো কবি”। যদিও বুদ্ধদেব একথাও স্বীকার করে নিয়েছেন  – “রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি”।
আসলে নজরুল এমন এক সময়ে কবিতা লিখেছেন যখন কবিদের পক্ষে ‘অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুকরণ, এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ’। রবীন্দ্রনাথের সেই ‘মহাজনি কারবারের’ ভিত্তি নড়িয়ে দিয়ে – “ ‘বিদ্রোহী’ কবিতার নিশেন উড়িয়ে হৈ হৈ করে নজরুল ইসলাম এসে পড়লেন। সেই প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভাঙলো”।
বুদ্ধদেবের এই নজরুল-মূল্যায়নের পর অনেকটা সময় কেটে গেছে। বাংলা কবিতাও আর এক জায়গায় দাঁড়িয়ে নেই। তার বিস্তর বাঁক-বদল, অজস্র মর্জি-বদল ঘটে গেছে।
নজরুলের কবিতা কিন্তু এখনো টিকে আছে, তাঁর জনপ্রিয়তাতেও বিন্দুমাত্র ভাটা পড়েনি।
আজ মনে হচ্ছে উত্তর-ঔপনিবেশিক সময়ের নিরিখে বাংলা কবিতায় নজরুলের গুরুত্ব আজো অপরিসীম। তিনি বাংলা কবিতার এলিটিজিমকে অস্বীকার করে এক পরাধীন দেশের কল্লোলিত জনগণের কোলাহল ও কণ্ঠস্বরকে কবিতায় রূপান্তরিত করার সাহস দেখিয়েছিলেন।
আজ জন্মদিনে এই নব-চেতনার কবিকে শ্রদ্ধা ও প্রণাম।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।