কবিতায় সুনীতি দেবনাথ

শেষ বন্দরের ঠিকানা
শেষ বিকেলের আবছা ম্লান আলো
ঝাউয়ের বনে আলপনা আঁকে নিরিবিলি
সমুুদ্র উথালপাথাল ঢেউ তোলে ভাঙ্গে
একলা বালুবেলায় বুকের ভেতর হু হু করে
দিগন্তে তাকিয়ে দেখি হারিয়ে গেছে সবকিছু
আক্রোশে ধেয়ে আসে কাল কেউটে আঁধার
সারি সারি ঝাউগাছ শুয়েছে দেখো অবলীলায়
সারি সারি নারী লোধ্ররেণু মুখে কেশদামে জুঁই মালা
নিস্তেজ দেহে তপ্ত বালু মেখে শুয়েছে বালুকাবেলায়
রাশি রাশি নষ্ট দেহে মুক্তো বুকে কাতরাচ্ছে ঝিনুক
পা ডোবা সামুদ্রিক নোনা জলে কতনা অসহায়
শেষবেলায় অবসাদে আমার দুচোখ মৃত জোনাকি
এমনি এক আশ্চর্য প্রহরে মৃত কলম্বাসের আত্মা
নড়েচড়ে জেগে ওঠে আবিষ্কারের নেশায় মত্ত হয়
শেষ দিগন্তে কোন অজানা দেশ দারুচিনির গন্ধ নিয়ে
আবারো ইঙ্গিতে টানে চৌম্বকীয় আকর্ষণ বলয়ে
নবতম এ উপকূলে পৌঁছে গেলে মহাজাগতিক পথ
মহাবিশ্বের অন্যপার্শ্বে শেষ বন্দরের ঠিকানায় পৌঁছায়