সাতে পাঁচে কবিতায় আর্যতীর্থ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ম্যাপও চাই
অ্যাপ ট্যাপ বাদ দাও, ম্যাপ ফিরে পাবো কি?
করোনার কাল গেলে প্যাংগং যাবো কি?
পয়েন্ট চোদ্দে শুনি চীনাদেরই ঘাঁটি ফের,
সেটা চীনাছাড়া কবে তাই নিয়ে ভাবো কি?
টিকটকে শুধু ছক করে নাকি চীনারা?
যে দহে ফেলেছে নিয়ে নেই তার কিনারা
ওরা সাপ্লাই করে দেশ খোঁড়া যন্তর,
আমরা গভীর করি ডুববার ইঁদারা।
চীন থেকে আসে সব লিথিয়াম ব্যাটারি
বিকল্প হোক আগে ব্যবস্থা সেটারই,
তা না হলে হবেটা কি ফোন গড়ে ভারতে,
টিকি যদি চীনে বাঁধা থাকে সব ব্যাটারই!
ওষুধের কাঁচামাল, সেও নাকি চীনময়,
আমাদের দেশে তার কারখানা কেন নয়,
সে জটিল প্রশ্নের জবাবটা খুঁজে যাই,
দেশীয় প্রযুক্তি তো চীন থেকে হীন নয়।
নিষিদ্ধ করে দিয়ে গুনে গুনে ঊনষাট,
বাকি সবে চৈনিক পায় যদি খোলা মাঠ,
সৈনিক শহীদের মান তবে থাকে কি,
দেশপ্রেমে কোনোকালে নেই কোনো শর্টকাট।
অ্যাপ দিয়ে শুরু হলো, ম্যাপ যেন ভুলোনা,
চীনারা ছাড়বে জমি, ভেবো সেই ভুলও না।
আমাদের সেনা যেন নিশ্চিত করে দেয়,
দেশের ভেতরে চীনা ঢোকে একচুলও না।
একবার আটকালে গেট যেন খুলো না..