গভীর এক ক্ষত পাহাড়ের গা বেয়ে
আমি দেখছি বিন্দুগুলো পরস্পর দূরে সরে যেতে
আমাকেও বিন্দুর মতো লাগে
সামান্যতম অস্তিত্ব নিয়ে জেগে আছি
মানুষও কি বিন্দুর মতো জেগে থাকে
দূরতম স্থানে ঢেলে আসে সঞ্চিত ব্যথার পরিমাপ
এ পৃথিবী বড়ো অন্যমনস্ক
যত্নের হিসাব , মায়ার বন্ধন , ছড়িয়ে ছিটিয়ে আরো কত
কিছুই গায়ে মাখে না কখনো
অজান্তে কাউকে আঘাত দিলে বুঝতে পারি
হৃদয় আমাকে চাবুক মারছে অহরহ
বিচলিত সেই চাবুকের ঘা খেতে খেতে শূন্যস্থানের পাশে দাঁড়িয়ে দেখি
অহংকারের পথ এখনো জেগে আছে
এই অহংকার হল সেই অন্ধকার যা আমাকে অন্ধ করে
এসো ভেঙে দিই সব অহংকার – আমার মনের অন্ধকার
যাবতীয় পুড়িয়ে শুদ্ধ হই , শুদ্ধ হই , স্থায়ী নয় এ সর্বস্ব