মেহেফিল -এ- শায়র আবু হাসান শাহরিয়ার (নির্বাচিত কবিতা)
প্রেমপত্র : জুনের পঁচিশ
মোট কত গাছ আছে তোমাদের আমের বাগানে
একপাক ঘুরে এসে ঝটপট বলে দিতে পারি
কখানা মুখোশ লাগে একমুখে, সে-ধারণা নেই
মুখসব ধন্য মুখোশেই
গতকাল যে-মানুষ বৃক্ষবন্দনায় মুখে ফেনা
বিপরীত কথা নিয়ে সে-ই আজ কুঠারবান্ধব—
“মারি দূরস্থায়ী হবে, যদি না জঙ্গল সাফ করি”
নিসর্গের ঘাতক— নগরী
যেখানে একদা মাঠ, সেখানেই শপিং কমপ্লেক্স
মাঠ পরপারে গেছে, ঘাসের সবুজ গেছে মুছে
ভোগবাদী সভ্যতায় পণ্য না-হলে তুমি মৃত
পণ্যসব মূল্যপরিহিত
যাকে তুমি বন্ধু ভেবে দুই হাত বাড়িয়ে দিয়েছ
তোমাকে হত্যার ভার শত্রুপক্ষ তাকেই দিয়েছে
অচিরে তোমার বুকে বিদ্ধ হবে ঘাতকের ছুরি
সম্পর্করা স্বভাবে খিচুড়ি
আজ যার জন্মদিন, যে তোমাকে ইশারায় ডাকে
যাচাই-বাছাই ছাড়া তারও অতিনিকটে যেয়ো না
মোটেও সাধু না কেউ, জন্ম যদি মানুষের ঘরে
ঘাড় যদি মাথার ওপরে
কবি যদি কবি হয়, মিডিয়ায় পাবে না কবিকে
মঞ্চ যদি মূঢ়দের, মঞ্চী হয়ে লোক হাসিয়ো না
শব্দ যদি সঙ্গ দেয়, ঢেউ ঢেউ স্বপ্নে করো বাস
লক্ষ্য হোক— সবুজ বাতাস