কবিতায় রানা সরকার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

আনন্দ চন্দ্র কলেজ ক্যাম্পাস (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়) স্নাতকোত্তর বাংলা বিভাগ। বর্তমান পাঠরত ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন বি. এড. কলেজে, মালদা। আত্মপ্রকাশ সংখ্যা :এবং স্রোত পত্রিকা ২০১৯।নিয়মিত লেখার পত্রিকা :"উত্তরের কবিমন", "প্ল্যাটফর্ম", "CREATIVE EYE", " মেঘের ভেলা ই-ম্যাগাজিন" "আগডুম বাগডুম", "মন্থন সাহিত্য পত্রিকা"। লেখালেখিতে অকস্মাৎ ২০১৭ থেকে। লিখলে অদ্ভুত রকমের শান্তি পাওয়া যায়। পাহাড় ভীষণ ভালোবাসি ।
ইড্
যখন রাত জেগে ওঠে
তখন একে একে ঘুমিয়ে পড়ে সমস্ত জয় পরাজয়
যখন জ্যোৎস্না জেগে ওঠে
তখন মিলিয়ে যায় পৃথিবীর শোকের আকন্ঠ চিৎকার
তারপর মানুষ বিছানায় শুয়ে সাপ এগিয়ে দিয়ে
শকুনের চোখ হয়ে মাংস ও হৃদপিন্ড চেটে নিতে চায় আপেলের মতো