“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় মাথুর দাস
by
·
Published
· Updated
পিতা
ধরলে পুরুষ কাঁটা ও কুরুশ হয় কি নারী ?
বলতে পারি বাড়তি গুণও অনেক তারই ।
যেই বলেছ ‘বাবা’ তাকে ঝুলতে থাকে বটের ঝুরি,
বট মানে তো ছায়া বিশাল এবং যে হাল ভাঙা তরীর ;
লাট খেয়ে যায় পাক-বিপাকে ভোঁ-কাট্টা কাটা ঘুড়ি,
যখন যেমন দাঁড় বেয়ে যায় উজান স্রোতে ক্লান্ত শরীর ।
ফি পরিবার ‘কী করিবার’ চিন্তাটি নেয় যে মাথাটি,
ঝড় ঝঞ্ঝা আপদ কালে স্বস্তিটুকুর ফেলি নিঃশ্বাস ;
স্নেহের ছায়া ধরেই থাকে মাথার উপর যে ছাতাটি,
পিতা তো সে, মিতার মতোই ধারণ করে সব বিশ্বাস ।