“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় কুণাল রায়

পিতা
রবির প্রথম কিরণের ন্যায়,
যেদিন তোমার উপস্থিতি,
উপলব্ধি করলাম এই পার্থিব কায়ায়ে,
সেদিন এই জীবন ধন্য হয়েছিল আমার!
এরপর ধীরে ধীরে তোমার সান্নিধ্য পেলাম,
পিতৃসত্যকে অনুধাবন করতে শিখলাম,
তোমার স্নিগ্ধ ছায়ার পরশে এই শূন্য কলস,
পূর্ণ হয়েছিল সেদিন!
আপন প্রজ্ঞার আলো স্পর্শ করেছিল এই চিত্তকে প্রতিক্ষণ,
এক পরম গুরুর প্রকৃত পরিচয় পেয়েছিলাম সেদিন।
আজ তেপান্তরের মাঠ পেরিয়ে তুমি বহু দূরে,
জানি ফিরবে না আর কোনোদিন,
চিরবঞ্চিত থেকে যাব আমি!
তবুও এক সীমাহীন সন্ধান,
প্রতি মুহূর্তে উপলব্ধি করাবে,
তোমারই অমৃত্সম উপস্থিতিকে!!