“পুরুষ” নিয়ে বিশেষ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী
by
·
Published
· Updated
প্রতিশ্রুতি
প্রথম পরিচয়ে স্নেহপাত্র বাড়িয়ে দিয়েছিলে
অনেকটা বর্ষায় ভরা নদীর মতো
বললে এটা তোমার জন্যে রাখা ।
পৃথিবীতে যেদিন প্রথম এলাম
আড়মোড়া ভেঙে চোখ মেলতেই
স্পর্শ পেয়েছিলাম তোমার সান্নিধ্যের,
যেন রোদেলা সকাল হয়ে আমায় অভিবাদন করেছিল।
সবে এক পা দু পা করে হাঁটতে শিখছিলাম
তখন সাগর ঢেউ হয়ে উপিস্থিত তুমি,
যত খুশি নিজের মত করে
ছবি আঁকার প্রতিশ্রুতি দিয়ে।
যখন যৌবনের বাস্তবে একা,
অন্ধকারে দিশাহারা,
আলাদিনের প্রদীপ নিয়ে তুমি দেখালে চলার পথ।
বছর পঁচিশ পর আজ বর্ষণ সিক্ত দিনে
এক অতীত সুখের মুখোমুখি।
চোখের বাষ্পে ঝাপসা আয়নায়
তোমায় খুঁজে ফেরা,
হারিয়ে যাওয়া শৈশবের কাগজের নৌকায়
নিজের আত্মজের হাত ধরে।