অফিসেতে কাজ করে ভজহরি সরদার
বেশ কিছুদিন হল নেই কো খবর তার।
খোঁজ নিয়ে জানা গেল শরীরটা ভালো নেই–
হাসপাতালেতে ছিল নাকি সেই কারণেই।
এই তো দুদিন হল ডাক্তার ছেড়েছে,
দেখে শুনে জানা গেছে অসুখটা সেরেছে।
জ
ভজহরি তাই শুনে তাড়াহুড়ো করে
হাসিমুখে এসে ঢোকে অফিসের ঘরে
সার্টিফিকেটখানা টেবিলেতে রেখে
সামনে দাঁড়ালো এসে মুখে হাসি মেখে।
সব পড়ে অফিসার প্রায় হন অজ্ঞান
বেয়ারাকে বললেন–এক ঘটি জল আন।
চেঁচামেচি হুড়োহুড়ি বহু লোক জড়ো,
অফিসার বললেন–কাগজটা পড়ো।
সার্টিফিকেট দ্যাখো পুরো লেখা আছে–
ভজহরি দুইদিন আগে মারা গেছে।