মুড়িমুড়কি -তে রজতশুভ্র বন্দোপাধ্যায়

নেতৃবর্গ
রোজ সকালে গঙ্গা পারে কুস্তি লড়ে লোক,
কেউ বা আবার ঢেউ গুনে যায়, নদীর পানে চোখ,
কেউ বা শুধুই পৈতে ধ’রে মন্ত্রে তোলে সুর,
কেউ বা আবার ছিলিম টেনে সাত সকালেই ধুর,
বেশ কিছু লোক এসব দেখে দাঁড়িয়ে থাকে ঠায় –
নেতৃবর্গ সেই সুযোগে পকেট কেটে যায়।
রোজ দুপুরে ধর্মতলায় লুঙ্গি প’রে লাল,
অজস্র লোক মিটিং ক’রে মেটায় মনের ঝাল,
কেউবা আবার কোমর ধরে কথায় তোলে ঝড় –
কোন কেলোটা কোন ব্যাটাদের কালো হাতের ষড়,
বেশ কিছু লোক এসব দেখে দাঁড়িয়ে থাকে ঠায় –
নেতৃবর্গ সেই সুযোগে পকেট কেটে যায়।
বিকেল হ’লেই পার্কে ব’সে জোড়ায় জোড়ায় সব
ইকিড় মিকিড় খেলবে কেমন – সেটাই নাকি “লভ”!
ওই ওপাশে বেনচে ব’সে জড়িয়ে ধ’রে গা
মনের কথা বলবে খুলে, নাড়িয়ে যাবে পা,
বেশ কিছু লোক এসব দেখে দাঁড়িয়ে থাকে ঠায় –
নেতৃবর্গ সেই সুযোগে পকেট কেটে যায়।
সন্ধ্যা শেষে মালটা টেনে জাপ্টে ধ’রে থাম
মত্ত মাতাল আবছা গলায় জপছে রামের নাম,
কেউ বা শুধুই দিচ্ছে হামা, খুঁজছে যেন ভূম,
কেউ বা আবার টাল্লা খেয়ে নর্দমাতেই ঘুম!
বেশ কিছু লোক এসব দেখে দাঁড়িয়ে থাকে ঠায় –
নেতৃবর্গ সুযোগ বুঝে পকেট কেটে যায়।।