কবিতা -তে তানিয়া ব্যানার্জী

ভালো- বাসা, মন্দ- বাসা
এর পরেও থেকে যায় ঋণ,
কিছু অসমাপ্ত কবিতার
কিছু না দেওয়া কথার
কিছু না বলা অঙ্গীকারের।
অঙ্গীকার!
ওহ! সব গুলিয়ে যাচ্ছে,তলিয়ে যাচ্ছে আমার।
সবটা কেমন যেন, দলা পাকানো মণ্ড বিশেষ!
নেই কোনো পথনির্দেশ শুরু বা শেষ।
শেষ ! করে দিয়েছো তো শেষ!
মুছে দিয়েছো তো, তোমার সবুজ বিপ্লব!
নিভে গেছে, তোমার আগুন খোয়াব !
তোমার শৌখিন খোলসের মত,
আমার তো কোনো পোশাক নেই!
নেই কোনো কাছিমের মত ” একান্ত আপন ” বাসস্থান !
তাইতো যাযাবর আমি উলঙ্গ, আবরণহীনা,
খোলা আকাশের নীচে বসবাস আমার।
একবার এসে দেখো কখনো! আমার স্বর্গে!
বেঁচে দেখ একটিবার! মুক্ত বাতায়নে!
ছিঁড়ে ফেলো তোমার শিকল, স্বেচ্ছা নির্বাসন।মসৃণ হোক পথ,
ঝাপসা কন্ট্যাক্ট লেন্স চকচক করে উঠুক আবার সেই শুরুর দিনের মত।