ভুলতে বসেছিলাম বোধহয়
ওই সবুজ আমাকে বিশুদ্ধ
নিঃশ্বাস জোগায়
ভুলতে বসেছিলাম বোধহয়
ওদের প্রাণ ই আমাকে বাঁচিয়ে
রাখে দিনের পর দিন।
ভুলতে বসেছিলাম বোধহয়
ওদের কোলে আশ্রয় নেওয়া
আর ও কিছু প্রাণেদের কথা
ভুলতে বসেছিলাম তাদের ও
আশ্রয় প্রয়োজন ঠিক আমাদেরই
মতো।
ভুলতে বসেছিলাম বোধহয়
চারিদিকে বিষ বাষ্পের কারণে
এতটুকু বিশুদ্ধ হাওয়া নেই
শুধু তপ্ত হাওয়ায় ঝলকানি।
ভুলতে বসেছিলাম বোধহয়
আমার শ্রেষ্ঠত্বে ওদের অবদানের
কথা।
আমি বুঝতে পারিনি এতদিন
অথবা বুঝেও করে গেছি নিজের
অপরিসীম ক্ষতি
হে বৃক্ষরাজি,হে উদ্যান ,হে অরণ্য
আমাকে ক্ষমা করে দাও।