• Uncategorized
  • 0

কবিতায় ফাল্গুনী দে

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা

মাথায় হুটার বাজিয়ে মন্ত্রী এসে বসেন বাসন্তী টুডুর দাওয়ায়
মিনসে মুরুব্বিদের সাবেক ধূলো চাপা পড়েছে কালো পিচের তলায়
আর ভয় নাই । আলো জ্বলবে
ছেলে মেয়েরা পড়বে দূর গাঁয়ের স্কুলে
হাসপাতালের পথে আর কেউ মরবে না
শহর পাঠিয়েছে নাগরিক ফ্রেন্ড রিকুয়েস্ট —
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা
সাপের মত ঢুকে পড়েছে — পরগনা তহসিল মুলুক
বিষ নাই শুধু ছোবল মারে
পেটে কঁকিয়ে ওঠে খিদে-মরা ভাতের গন্ধ
অনুরোধ ফেরায়নি গ্রাম
নাড়ি ছিড়ে পাঠিয়েছে দিল্লি-বোম্বাই-কলকাতা-মাদ্রাজ
যে রাস্তা গ্রামকে পাঠায় শহরে
সে একদিন শহর থেকে ফিরবেই।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *