সত্যি নয় একটা মিথ্যে পৃথিবীতে
ঢুকে দরজায় খিল আটকে দিয়েছি
নাকি এটাই সত্যি পৃথিবী !
বাকীটা ছিল অভিনয় , নিজেকে নিপুন
ভাবে সাজানো আস্ত একটা ভাঁড়
শুধুমাত্র নিজেকে গুছিয়েছি দিবারাত্রি
ভাবিনি তোমার , তোমাদের কথা
আকাশের নীল , অরণ্যের সবুজ রঙে
সাজিয়ে নিয়েছি জীবনের রঙিন দেওয়াল
প্রমানপত্র স্বরূপ ছবি তুলে রেখেছি
সেই ছবির সঙ্গে এখন কথা হয়
বাইরে যাওয়া বন্ধ , বাইরে মৃত্যু ভয়
আমার আশেপাশে দেওয়াল , ছাদ
ঝুলবারান্দা দিয়ে দেখি দাঁত বের
করে হাসছে জনশূন্য রাস্তা সঙ্গে দোসর
ল্যাম্পপোস্ট , ফিসফিস করে গণকবর
আমি চমকে দেখি শহর নয় অরণ্য
পলাতক কৃষ্ণচূড়া আমার জানলায়
এসে ডাকে “ আয় সেলফি নিবি !
সত্যি পৃথিবীর প্রমান রাখবি না !
তোরা মিথ্যে পৃথিবী নিয়ে বাঁচতে ভালবাসিস ।
সাহস থাকলে এবার নতুন ভাবে বাঁচিস” ।।