কবিতায় চিরন্তন ব্যানার্জি
by
·
Published
· Updated
তবু
আমি তোকে দূর থেকে দেখি
আলতো আদর ছুঁয়ে যায়;
বৃষ্টি নামার ঠিক আগে,
সন্ধ্যের হাওয়ায় হাওয়ায়।
তোর নামে লিখে রাখি চিঠি,
ভরে রাখি গল্পের ঝুলি;
তোর নাম আমারই তো দেওয়া
তোর নামে বিহান গোধূলি।
কোনদিন যদি কাছে আসি,
ভীষণ আকাশ ভাঙা ঝড়ে;
যদি কাছে গিয়ে বলি কানে
আমায় কি তোর মনে পড়ে?
জানি চলে যাবি হাত ছেড়ে,
জানি চোখে এসে যাবে জল,
তার চেয়ে এই ভালো থাকা
দূর থেকে দেখা সম্বল।
যত ছিঁড়ি রক্তের টান,
তবু ভালোবাসা রয়ে যাবে;
দিয়ে যাব কবিতায় প্রেম
উত্তরাধিকার হিসাবে।