মেঘলা দিনের রোদের মত ফুরিয়েই শেষ
তার পর থেকে দিব্যি কবিতা হয়ে বসে ।
কাল্পনিক শব্দে ভর করে
বন পাহাড় নদী বুকপকেট পেরিয়ে
বিস্তীর্ণ মোহনা থেকে নির্জন সৈকত
তাকে নিয়েই কত না মনখারাপ সুখ ।
আর তোমার জীবন জুড়ে আটপৌরে ট্রেডমার্ক
মুখ থেকে পান পাতাটি সরানোর কদিন পর থেকেই
আমার এঁটো বাসন কিংবা মনের বদঅভ্যাস ধুয়ে
অগোছালো আলনাটি পরিপাটি করে
হলুদ লাগা আঁচলে আমার হরেক অক্ষমতা ঢেকে
আমার অনটনের দিনে ,
সিনেমা কিংবা কোল্ড কফির আবদার না করা তোমার
কবিতা না হয়ে উঠেও কিছু যায় আসে না ।
কবিতারও কি কিছু যায় আসে !