কবিতায় নমিতা বসু
by
TechTouchTalk Admin
·
Published May 23, 2020
· Updated May 22, 2020
বেতলা সময়
ঝুলে আছে চুল এক পাশ ঘেঁষে মর্ম বেদনায়,
কান ও চিবুকের লজ্জা ঢাকানো সবুজ চেতনায়,
ও কি বোঝেন না বেতলা সময়ের উন্মাদনা?
উন্মুক্ত হৃদয়ে জানাতে এসেছে অভর্থনা?
বলিরেখা হীন কপালে পড়েছে দু একটা থোকা,
আসা যাওয়ার অনিশ্চয়তায় গোপোন উৎকন্ঠ।,
স্পর্শাতীত বিদায়ী সূর্য থমকে দাঁড়িয়ে,
চোরা স্রোত বড় অসহায় শুধু হৃদয জুড়ে।
নিজেকে করেছো এত নির্বোধ এত উদাসীন?
দিন রাত্রির ব্যবধান জেনে প্রতিদিন,
একি তন্ময় নাকি সংকেত নাকি শুধু সংশয়?
নাকি মহা শূন্যের রঙ মঞ্চে কিছুটা প্রশ্রয়?
নাকি দিগন্ত বিলাসী বর্ষা ঋতুর ভাবি উছ্বাস?
নাকি পাতার উপর মুক্ত বিন্দু বনাম বাতাস?
নাকি হারানো গন্ধ রাখতে ধরে কিশোর খোঁজা?
নাকি প্রাজ্ঞ প্রেমিক যা গোলাপ ফোটানোর সবচেয়ে সোজা?
ধুসর আলোতে উত্তর ছিল গতানুগতিক,
অপহৃত কোনো রাজকন্যার রাজা যে রসিক,
ধৃতরাষ্ট্র অন্ধ হলে ও পুত্র শত,
শব্দ ভেদি সব্যসচিরা সদা শাশ্বত ।
আমি ভাঙবো ঘরের সব দরজা পর্দা ওঠাও,
হিম্মত থাকে পৃথিবী তোমার সৈন্য পাঠাও,
হিমালয় তুমি উপহাস্য ও লজ্জিত হবে,
মৃত্যুঞ্জয়ী তিলোত্তমা মনু বংশেই জন্ম নেবে।
দ্বন্দ্ব
আমি ভাবে ডুবি তুমি ভাষায় ভাসো
আমি জলে ছবি তুমি জীবনে হাসো।
আমি চোখের তারায় তুমি গিভের ডগায়,
আমি স্বপনের দোলায় তুমি দিনের ভেলায়।
আমি বেলফুলে বসন্ত তুমি আম কাঁঠালে গ্রীষ্ম,
আমি কাশ শিউলি তে শরত তুমি শীতের কাঁথায় উষ্ণ।
আমার কবিতা ধারা শ্রাবণের আকাঙ্ক্ষায়,
তোমার বাঁধ বান প্লাবনের আশংকায়।
আমার সবুজে ঢেউ খেলে
তোমার হলুদে মন ভোলে।
আমি চাঁদ কে বিছানায় ডাকি ,
তুমি বিছানাকে চাঁদে নিয়ে যাও।
আমি নক্ষত্র কে হৃদয়ে রাখি ,
তুমি হৃদয কে নক্ষত্রে ভরাও।
আমি সুরের মূর্ছনায় তুমি কথার পাঁপড়ি মেলো,
আমি ছন্দের দ্যোতনায়,তুমি শব্দের ফোয়ারা তোলো।
আমি আগুনে পুড়ি,তুমি আগুনে তাপ নাও,
আমি ফাগুনে মরি তুমি ফাগুনে সুখ চাও ।
আমি খেলায় হারতে চাই,তুমি হারাতে,
আমি বৃষ্টিতে ভিজতে চাই,তুমি ভেজাতে ।
যে গাছে ফুল ফোটেনা আমি সেখানেও,
যে গাছে ফল ধরে তুমি ওখানেই।
যে ছবি তে রঙ নেই আমি ওকে চিনি,
রঙ ছাড়া ছবি তুমি কখনো ও ভবানি ।
তুমি ভাব মেহগনি,আমি ভাবি বট,
আমি ওকে আশ্রয় মানি,তোমার কাছে জট।
তোমার জলে মুক্তো হাসে,আমার জলে জীবন,
মুক্তো থেকে বৃষ্টি পড়ে,জীবন জলে প্লাবন।
সাত সমুদ্র তেরো নদী যতই তোলো পাল,
বানে ভাসুক আর ঝড়ে উড়ুক ,দু জন সমান্তরাল!