বাহারিণ মোমবাতির জ্বালায় আলোক চিতা
চিতাভূমি আলোর স্পর্শ পায়
প্রেতপথে মৃত্যুর উপত্যকা পেরিয়ে আসে বাহারিণ। তবুও সুতীব্র জ্বালা
প্রেমিক হৃদয় কবে করেছে দান বসতবাড়ি
ঝুনঝুনি আবেগ মথিত একতারা
ঠিক এক তারেতেই বাজে খোয়াব আলি
পথ ঘাট পাহাড় উপত্যকা দেশ বিদেশ
আমাদের নদী অনাথ সেও নাকি!
শুধু আকাশ আর সাগর মকটেল সন্ধ্যায়
দিকচক্রবালে বেহাগ আঁকে পৃথিবীর আদিম গিটারের ভাঁজ ভেঙ্গে বাহারিণ
ত্রিবেণী পাহাড় মুন্ডি ঝাঁকায় প্রেতাত্মা ছদ্মবেশ
এখানে অবিকল কিছু নেই বাতাস নির্যাতন
সব ফসিলের শব, শেষ পাখি উড়ে গেছে
পৃথিবীর আদিমের স্তর হিমায়িত অন্ধকার
বাহারিণ জানে
চোখ কান মুখ নাক চামড়ার সাথে কালো হৃদয়
লুট করে নিয়ে গেছে ভয়ানক ওপারের ঈশ্বর
প্রেত উপত্যকা পেরিয়ে পড়ে আছে
নীল আকাশ আর গভীর আরো নীল সাগর
ওরাই বুন্দি বুন্দি ফসিলের কথা বলে।