কবিতায় বিদ্যুৎ রাজগুরু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ঘুম ভেঙে যায়
আজকাল ভোর রাতে ঘুম ভেঙে যায়
দেদার সময় লুটোপুটি খায় প্রিয় বিছানায়
আলো তো এতটুকু
পালঙ্কের খুব কাছে সাহসী শালিক আসে যায়
এখন ঘুম ভেঙে যায় ভোর রাতে
স্বপ্নের শ্যাম্পেন ভাঙে আদিম উত্থান
নিগুঢ় আঘাতে
স্নায়ুতন্ত্রীতে সজাগ হয় রাতের পাশফেরা
অহংকারী খরগোশের মতো আমি থমকে দেখি
স্তব্ধ জলাধারে রাতের শহর
গারদের মতো আবদ্ধ ঘরে দেখি সব কিছু প্রাণহীন হয়ে ওড়ে৷
জংলী পশুর ডাকে ত্রস্ত হরিণের মতো লুকিয়ে রাখি নিজেকে৷
তবুও স্বপ্ন দুচোখে খুঁজি নিরোগ জ্যোৎস্না পরীদের
যদি ফের আসে এ তল্লাটে৷