কবিতায় শীলা বিশ্বাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বিষ পাত্রে চুমুক
এই যে অপমান গেঁথে গেঁথে সনেটগুচ্ছ ভাসিয়ে দাও বিপ্রতীপ স্রোতে আর প্রস্থেটিক যাপনে সঙ্গীত নিষিদ্ধ জেনেও হও একান্তের এসরাজ।
এই যে অহিংস শরীরে ছদ্মরাগ পুষে রেখে রক্তিম কানকোর মতো এত অক্সিজেন ঢালো,
পাগলা ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীর আয়ু বাজি রাখো দিগন্তের কাছে,
খুদকুঁড়ো খোদার প্রসাদ ভেবে দিনানিপাত করো আর হননের দিনলিপি লিখে কেন বিবাগী হও উলুক ঝুলুক সংসার বাউল।
ঘূর্ণাবর্তের ঘুঘুকে হাওয়া মোরগ ভেবে মরীচিকার পিছু ছুটে চলো যেখানে এক পাত্র বিষ নিয়ে সুজাতার ছদ্মবেশে ছলনা দাঁড়িয়ে আছে।