কবিতায়ণে সৌম্যদীপ চক্রবর্তী

বৈশাখী ঝড়

এইতো ছিল,রোদ থৈ থৈ পাড়া,
দলছুট মেঘ,জাপটে ধ’রেছে হাত;
সাথে আছে তার,বাতাসিয়া আশকারা,
মনজুড়ে মেঘমল্লা্রি,মৌতাত।
বিপ্লবী আজ,আটকেথাকা গাছঘুড়িটা,
প্রতিবশী জানলা-বাড়ি: তবলা-বায়া,
ঈশানকোণে দখিনহাওয়া ক’রছে রেওয়াজ;
দিগন্তে বৈশাখী, এক দামাল হাওয়া।
মাঝ-দুপুরে আঁধাররেখা আর সাইরেন,
শহরজুড়ে টহলদারী নির্জনতা,
খামখেয়ালী ভেজা বাতাস বল্গাবিহীন;
বরফ-পাথর গল্প শোনায় মেঘের ব্যথা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।