লক ডাউন এর বাজারে ঘরে বসে রূপ চর্চা।।
সকালে একটা বাটি তে দই নিয়ে ভালো করে সারা মুখে লাগাতে হবে এর ফলে মুখ টা পরিষ্কার হবে তারপর একটা বাটিতে গ্রীন টি ,গ্লিসারিন,মধু, গোলাপজলের একটা পেস্ট বানিয়ে ভালো করে স্ক্রাব করতে হবে ম্যাসেজ করতে হবে তাহলে মুখের ব্ল্যাক স্পট । পিগমেন্টেশন দূর হবে তার পর ঠাণ্ডা জলে ভালো করে ধুয়ে অরেঞ্জ পিল পাউডার একচামোচ এর সাথে গোলাপ জল মিশিয়ে ভালো করে প্যাক বানিয়ে সারা মুখে লাগিয়ে রাখতে হবে যত ক্ষণ না সুখায় তারপর ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে অ্যালোভেরা জেল সারা মুখে লাগিয়ে রাখতে হবে ।।।তারপর দেখবেন চেঞ্জ ।।।উজ্জ্বল হয়ে যাবে আপনার স্কিন।