করেছি প্রণাম
আহত হয়নি হাত।
বিকশিত আলো
চোখের ব্যালকনিতে অপার বিস্ময়।
কে কোথায় দু’মুঠো অক্ষর রেখে যায়
আমরা পামর,খুঁটে খাই,শুধু খুঁটে খাই…
২.
কখন অক্ষর এসে
খেলা করে কলমের পাশে।
তাদের নূপুরছন্দে তারারাও ভাসে।
ডেকে বলি,শোনো,
দ্যাখো এই হাত
কত যুগ পার হয়,কত নদী,কত কীর্তিবাস…
কত তাপ!কত শোক!!কত উষ্ণতা!!!
পুড়ে কাঠ…
তবু এই গর্ভজ্বালা
তবু এই বর্ণমালা দায়…