মন কথায় প্রাপ্তি সেনগুপ্ত
সমুদ্রের পাশে একা বসলে নিজেকে কেমন কম মনে হয়…
আমি আর আকাশে একটা গোটা চাঁদ,আমাকে শুধুই আরো নিঃসঙ্গ করে,নিঃস্ব হতে বলে…
কাউকে যেন কোনো এক জন্মে এমনই একটা রাত উপহার দেব বলেছিলাম…
কথা রাখিনি সেবার কেউ!!
এবার বোধহয় সেই কথা রাখার জন্যই আজ আমি একাই ঢেউ গুনি!!
বালির ওপর আমার পায়ের ছাপও মিলিয়ে যায়…
আমি শুধুই ঢেউ ছোঁয়ার চেষ্টা করি মুঠো ভরে!আর মুঠো শুধুই বালি রেখে দেয়…