• Uncategorized
  • 0

কবিতায় আলিউজ্জামান 

সহজঋণ

তোমাকে ভালোবাসার পর

গ্রীষ্মের দীর্ঘ বারান্দায়।ঘরমোছা চোখের চাউনিতে
ন্যাঙটো বালক গোলাপকুঁড়ি রেখে যায়
                             নিমগাছের তলায় ।
তারপর গ্রাম্য আকাশডানায় লিখে রাখি
পদ্মগোখরের অন্তর্ধান রহস্যে
শ্যাওলাবাস্তুতন্ত্রের পরিকাঠামো।
শুধু তোমাকে ভালোবাসার পর,আধ খাওয়া পাউরুটি বিক্রেতাকে
উপেক্ষা করে।
গোপনীয়তার সংস্করণে প্রাপ্ত সহজঋণের দায়ে ,
একটা ট্রেন হারিয়ে যায় সম্ভবত পর্ণমোচির অরণ্যে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।