সাতে পাঁচে কবিতায় ইমন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সেদিন খুব মেঘ ছিল
সেদিন খুব মেঘলা আকাশ ছিল
সেদিন খুব মনখারাপ ছিল সমস্ত পৃথিবী জুড়ে
তুমি ভাবলে গোটা দুনিয়ার খবর আমি টের পেলুম কী করে!
কিন্তু তুমি ভাবতে ভুলে গেছ
আমি তোমার মধ্যে পৃথিবীর মানচিত্র এঁকে ফেলেছি
সেই কোন কালে!
তোমার মধ্যে দিন খুঁজি, রাত খুঁজি; পূর্ণিমা খুঁজি আর অমাবস্যা
গ্রীষ্ম খুঁজি, বর্ষা খুঁজি; খুঁজি তুষারপাত আর অগ্নুৎপাত!
তবে হ্যাঁ, সেদিন খুব মেঘলা আকাশ ছিল
সেদিন খুব মনখারাপ ছিল গোটা পৃথিবীর
আর হ্যাঁ, আমারও!
সেদিন আমি একটা কৃষ্ণপক্ষের চাঁদ খুঁজছিলুম
যা জন্ম দেবে এক পৃথিবী আলো
গিলে নেবে আমার যাবতীয় মনখারাপ!
হঠাৎ আমার চোখ টেনে নিল একটা তিল
তোমার চাঁপা-রঙের দুই স্তনের মধ্যিখান থেকে জ্বলজ্বল করছে
যেন আমার কল্পনায় দেখা সেই কৃষ্ণপক্ষের চাঁদ!
আহা! এত আলো কতকাল দেখিনি!
এত কাজল কতকাল মাখেনি শৈশব!
যেই আমি ওই তিল ছুঁয়ে মনখারাপ ঘোচাতে গেলুম
চারপাশ থেকে এসে ঘিরে ধরল হাজার হাজার বসন!
একটা চাঁদকে ঢাকতে কেন এত এত মেঘের আয়োজন!