পর্ব – ৮৫
১৮৪
সবিতা রামনারায়ণকে জিজ্ঞাসা করল, কি দাদা, শিঙাড়া কেমন হয়েছে?
রামনারায়ণ বললেন, আশ্চর্য! এ যে দেখি সরস্বতী আর অন্নপূর্ণার মিশেল। ভাবতে খুবই ভালো লাগছে।
শশাঙ্ক পাল মেয়ের দিকে তাকিয়ে বললেন, শ্যামলিমা, কাল কি প্রাইজ পেলি, কই দেখাস নি তো?
শ্যামলী বলল, কই বাবা, প্রাইজ তো আমি পাইনি।
বাসন্তীবালা বললেন, প্রাইজ পাস্ নি?
শ্যামলী মাথা নেড়ে বলল, শুধু প্রাইজ পাই নি তাই নয় বাবা, হাততালি পর্যন্ত পাই নি।
রামনারায়ণ জিজ্ঞাসা করলেন, ওটা কলেজে ফার্স্ট হবার প্রাইজ নেবার ছবি নয়?
শ্যামলী বলল, না। বক্তৃতা প্রতিযোগিতা ছিল। আমি কোনো প্রাইজ পাইনি মিস্টার সিংহ।
বাসন্তীবালা বললেন, তা ফার্স্ট হোস্ নি যখন, তোর ছবি ওরা কাগজে ছাপল কেন?
মেয়ে তার মাকে বলল, তুমি আমাকে মুশকিলে ফেললে মা। এখন তুমি যদি আমায় জিজ্ঞাসা করে বসো, কাল রাতে তোর নিজের দাদা তোর পিঠে এমন ঘুঁষি কেন মারল, যে তোর দম আটকে যাচ্ছিল, আমি কিছু বুঝিয়ে বলতে পারব?
বাসন্তীবালা কথাটা ধামাচাপা দিতে চেয়ে বললেন, কি কথায় কি কথা! হচ্ছিল খবর কাগজের কথা, আর তুই টেনে আনলি ভাইবোনের খুনসুটির কথা।
শ্যামলী বলল, দেখলে মা, আমার ঘুঁষি খেয়ে দম আটকে যাচ্ছিল, আর সেটা তোমার কাছে খুনসুটি!
বাসন্তীবালা মেয়েকে ইঙ্গিত করেন চুপ করে যেতে। শ্যামলী বলে, দেখেছ তো, কিল খেয়ে কি করে কিল হজম করতে হয়, সে পরামর্শ দেবার লোকের কোনো অভাব আমার নেই!
রামনারায়ণ অস্বস্তি আর চাপতে না পেরে বললেন, কী হয়েছিল আমায় বলবেন শ্যামলী?
শ্যামলী ব্যথার হাসি হেসে বলল, কি বলি বলুন তো? বাংলা খবরের কাগজ খুললেই দেখতে পাবেন বাঙালির ঘরে ঘরে মেয়েরা বাড়ির লোকজনের হাতে মারধর খায়। সেটা না কি সামান্য খুনসুটি। অথচ দুর্গা সাজিয়ে মেয়েদের পুজোর কি চমৎকার বন্দোবস্ত!
শশাঙ্ক পাল মেয়েকে ধমক দিয়ে চুপ করাতে চান। শ্যামলী একটা ঘটনা ঘটেছে এটা যেমন ঠিক, সেটার জের টেনে চলতেই হবে, সেটাও ঠিক নয়।
মেয়ে বলল, বাবা, তুমি দুর্গা ঠাকুরের দিকে তাকিয়ে দ্যাখো, দুর্গা সত্যি সত্যি কোনো মেয়ে নয়। পুরুষ দেবতাগুলোর শক্তি একজোট হয়ে তাকে দুর্গা লেবেল সেঁটে দিয়েছে। আসল মেয়েটা, সতী, তাকে মরতে হয়েছে।
বাসন্তীবালা মেয়েকে মুখ খিঁচিয়ে বললেন, বাইরের লোকের কাছে নিজের বাবার অপমানটা তোর না করলেই নয়?
আমি তো বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলি নি মা! বাংলাদেশের আর পাঁচটা মেয়ের বাবা
নিজের মেয়ের উপর আক্রমণ হলে যা করেন, বাবা তার অন্যথা করেন নি। পাঁচজন যা করে সমাজে সেটাই গ্রাহ্য রীতি হয়ে দাঁড়ায়। তুমি একলাটি তার বিরুদ্ধে মাথা তুলে দ্যাখো, সবাই তোমার নিন্দে করবে।
ক্রমশ…