গদ্যকবিতায় গৌতম বাড়ই
আগুনের ডিভানে রতিকান্ত
আগুনের ডিভানে রতিকান্ত বোস গরম চায়ের কাপে চুমুক।খলসে মাছের ঝালটা একটা সবুজ বেড়াল অরণ্য আঙুল লেগে আছে এখনো।পদাবলী বাজবে তে রাত্তিরে এখনো আগুন কিছু বাকী পোড়াতে কাঠামোর দেহ ।আগুন স্তিমিত আগেই ব্যাঙ্ক ব্যালান্স বোনের কান্নার ভেতর শুধু কিছু মানুষ হারানো। রাষ্ট্র নাকি আম আদমীর দায়িত্ব থেকে অব্যাহতি ভোট একদিকে নোট অন্যদিকে।খাল শুকিয়ে এলে ধূসরলতা ডিঙ্গির আশায় চেয়ে চেয়ে।কী পোড়া পোড়া একটা বাস আর একটা ভণ্ড মুখোমুখি বাজারের কুকুর দূর থেকে দেখে ব্যাপারী। শ্মশান স্তব্ধ। রতিকান্ত আঁধার সপ্তমীর ঘোলাটে আধা চাঁদ নদীকে নাকি গুমুতে গুলিয়ে দেওতা ফিকফিকে হাসে জটার পাগলী বটতলায়।দেবী নদীর পাড়ে রোজ রাতে কিছু ভক্ষণকারী সাধু সাধু কথা বলে বেজায় খায়।একটা কল্কে একটা বেড়াল একটা খরগোশ আর কিছু ফুল ফল বেলপাতায় রতিকান্ত আগুনের ডিভানে শেষ চায়ের চুমুক।আমাদের প্রত্যেকের এখানে একটা নোটবুকে শেষের চুমু আর চুমুকটা লেখা আছে।ওটাই ইক্সপিরি ডেট।