ধর্ম নিয়ে বাড়াবাড়ি
ধর্ম নিয়ে মারামারি
এখন কেউ আর করছে না,
মানবতাই আসল ধর্ম
বুঝিয়ে দিচ্ছে করোনা।
ধর্ষণ নাই, হত্যা নাই
নাই ঝগড়া বিবাদ,
এমন একটা পৃথিবীর
ছিল সবার সাধ।
দ্বারেদ্বারে ভিক্ষা নাই
ধনীরা খাবার বিলায়,
ক্ষুধায় কেউ মরবে না
এই তো সবাই চায়।
মসজিদ খালি, মন্দির খালি
ঈশ্বর তো নয় নারাজ,
মানুষ মানুষের জন্য
এতেই তিনি খুশি আজ।
মৃত্যুর মিছিল বন্ধ হবে
করোনা তো যাবেই চলি,
মানুষ ও মানবতা
আমরা যেন আর না ভুলি।