বাংলা কবিতায় এ মুহূর্তে দুর্দান্ত-দুর্দান্ত কবিরা উঠে আসছে। টিনেজার থেকে শুরু করে প্রবীণরাতো আছেই। প্রবীণদের কথা ছেড়ে দিয়ে নতুনদের নিয়ে দুচার কথা কবো। প্রায়শই দেখি ফেসবুকে কেউ কেউ আপডেট দিচ্ছেন অমুক পত্রিকা আমায় নিয়ে সংখ্যা করবে, তমুক প্রকাশনী থেকে আমার তৃতীয়/চতুর্থ কবিতার বই প্রকাশ করবে। খবর ভীষণ ভালো(?) অথচ ব্যক্তিগত উদ্যোগ নিয়ে দেখেছি তাদের মধ্যে শতকরা ৯৫% এর লেখা এখনো কবিতা হয়ে উঠতে বেশ কিছুদিন লাগবে। তাদের বানান শেখাও প্রয়োজন। তাহলে যে কবিতার বইগুলো তারা ইতিপূর্বে লিখে ফেললো সেগুলো কী? যে পত্রিকাটি আপনার কবিতা নিয়ে সংখ্যা করতে চাইছে বলে লাফাচ্ছেন তাদের নিয়ে ভাবুন। বলছি না যে খারাপ উদ্দেশ্য, তবে বাংলা কবিতা জগৎ-কে রাতারাতি আপনি কী দিয়ে ফেললেন যার জন্য আপনাকে যেচে বিরিয়ানি খাওয়াবে বলে ঠিক করলো। বলতে পারেন পত্রিকা/প্রকাশনীটির গাটস আছে নতুনদের তোলার। সাধুবাদ। কিন্তু আপনিই কেন? নতুনদের মধ্যে কি আপনিই এগিয়ে? তাছাড়া ফেসবুকের/হোয়াটস আপের লাইক কমেন্টের সাথে কোনো সম্পর্কই নেই এর। নিজেই এর উত্তর খোঁজা শুরু করুন কারণ অন্যকেউ এর নেগেটিভ উত্তর খুঁজে পেয়ে গেলে বাজে হবে। এখন তো করোনার জন্য বাড়ি বসেই আছেন, ভালো কিছু ভাবুন যা আপনাকে আগিয়ে নিয়ে যাবে। কবিতার বই এখনো সব্বাই পড়ে না, না-হয়ে ওঠা কবিতাগুলিকে বইতে এনে কি লাভ? হ্যাঁ একটা লাভ আছে, বলতে পারা যাবে আমার অতগুলি বই আছে।।
যেচে বিরিয়ানি কিন্তু কাটতি ভালো এমন রেস্টুরেন্ট খাওয়ায় না