কবিতায় রুনা দত্ত
by
TechTouchTalk Admin
·
জীবন অভিমুখী মনন
কখনও কখনও মনের মধ্যে
একটানা বিষণ্নতার সানাই বেজে চলে
আর এই বেদনার সুর ছুঁয়ে ছুঁয়ে
আমার বুকের গভীর থেকে গভীরে
চিতার আগুনে নিঃশব্দে ছাই হতে থাকে
রাগ অনুরাগ বিজড়িত ভালোবাসার স্মৃতি
মান অভিমানের পালা সাঙ্গ করে
আবার একরাশ নিঃসঙ্গতা সাথে নিয়ে
শুরু হয় জীবন অভিমুখী পথচলার
হয়তো বা বিসর্জনের পর নতুন বোধন
যতোই দহন হেমলক ছুঁয়ে থাকো
জীবন একমুহূর্তের জন্যও থামেনা
বিষে নীল হতে হতেও এগিয়ে চলে
আমাদের জীবন অভিমুখী মনন ।