কবিতায় অর্পিতা দাশগুপ্ত ঠাকুর
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

বাংলা নিয়ে স্নাতকোত্তর ও বি.এড।
"কোন সে পথের বাঁকে" প্রকাশিত বই
ফেরা
ওরা কি জানে,
ওদের হবে না আর ফেরা,
কতটা পথ পেরোলে তবে ঘরে ফেরা যায় ।
ওরা কি জানে,
মৃত্যু গ্রাসে জীবন ওদের ঘেরা,
আক্রান্ত মন গুলো তবু বাড়ির উঠোন ছুঁতে চায়।
দীর্ঘ পথের যাত্রায় তবু ক্লান্তি নামে না দেহে
ছুটে চলে উদভ্রান্ত পথিকের দল,
ক্ষুধা তৃষ্ণায় ছাতি ফাটে তবু
কঠিন চৈত্র দিয়েছে ওদের বল।
ঘরে ফেরার আশাতে উন্মত্ত ওরা
আলোক গতিতে একসাথে ধেয়ে চলে,
ওদের কঠিন কষ্ট যে আনকোরা
দীর্ঘ পথ ও তাই নীরবে কথা বলে।
ওরা জানেনা দেহে ক্লান্তি আসবে কবে
মৃত্যু গন্ধ ওদের রক্তে-মাংসে মজ্জায়,
ওরা জানে ফিরতেই ওদের হবে
আজ যে ওদের দু মুঠো অন্ন চাই।
ওরা কি জানে
কোথায় ব্যাধি কোথায় সংক্রমণ?
ওরা জানেনা
পেটের জ্বালা কেমনে করবে দমন।
ওরা ফিরে যাক সব নিজের উঠোনে
মাটি টুকু ছুঁয়ে থাক।
ওরা ফিরে যাক ওদের মায়ের কোলে
দু’মুঠো অন্নে পরিবার বেঁচে থাক।
ওরা কি জানে
কোথায় বাঁচবে ওরা?
ওরা পরিযায়ী শ্রমিকের দল,
ওরা কি জানে
আদৌ ফিরবে ওরা ? নাকি
মৃত্যু গন্ধে বেড়েছে বুকের বল?
ওরা জীবন-মৃত্যুর দোলায় দুলছে
চেরাই সুতোয় বেঁধেছে জীবন বেড়া,
ওরা জানেনা সুতোটা ছিঁড়বে কবে
আদৌ ওদের –
বাড়িতে হবে কি ফেরা ???