সাতে পাঁচে কবিতায় দেবযানী গাঙ্গুলী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বনে বনে লাগল দোল
বনে যখন ফুল ফাগুনের ধুন মাধুরী
শিমুল পলাশ অমল আলোয় রক্তিমাভা,
চূর্ণ মেঘে কার সে প্রণয় কাব্য লেখে!
রাইকিশোরী চকিতচমক ক্ষণপ্রভা ।
সে ঠিক জানে কোন্ ঠিকানায় রঙের বাহার
মেঘবালিকা চূর্ণ মেঘের ভাষা চেনে,
আলতা ঠোঁটের ঐ গোধূলি ডুবুডুবু
রাইকিশোরী ভুরুর ধনু যাচ্ছে হেনে।
রাইকিশোরীর নীলাম্বরী শাড়ির ভাঁজে
আতর ছড়ায় বনের যত হাসনুহানা,
মেঘবালিকাও সে ইশারায় লজ্জাবতী
সুর ছুঁয়ে যায় পালক মেঘের মনঠিকানা ।
সাতরঙা ঢেউ মন যমুনায়, গোঠের রাখাল
বাঁশি শোনে রাইকিশোরী বিহান সুখে ,
লাগুক মনে রঙের দোলা পলাশ আকুল
মদন ধনু হানল কে যে রাধার বুকে !
পালক পালক ইচ্ছে ওড়ে মনকিনারে
রাইকিশোরী ফাগের হাওয়ায় নীলাম্বরী,
চূর্ণ মেঘেও কাফির ঠাটে বাজল সেতার
সে কোন্ রাখাল বাঁধল ঘাটে ফাগের তরী।
আকাশ মদির আবীর সুখে বাতাস সুখী
বৃন্দাবনে লাগল সে দোল নিধিবনে,
নীপবনের শাখায় শাখায় রঙের রেণু
ভালবাসার পরাগ খোঁজে সংগোপনে।