ছড়ায় অরুণ সেনগুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
একুশ দিন
মাত্র একুশ দিবস ঘরে বসে থাকা
একান্ত কাজ থাকলে একা দূরে দূরে
থেকে, যা জিনিসপত্র কেনাকাটা রাখা
বই পড়া, গান শোনা, গান করো সুরে।
ভয় পাওয়া কখনো না, না আশংকিত
ছাদে পায়চারি করা পরিশ্রম কিছু
কিছুটা ঘাম ঝরানো, তরতাজা চিত্ত
রাখো, মন ভালো করা, হয়ো নাকো নীচু
করোনা রোগের কাছে, পরিমিত খাও
উষ্ণ উষ্ণ জল চা ‘র মতন চুমুক
ঘরবন্দী নিজে রাখো পরকেও রোখো
ভবিষ্যৎ ভেবে কথা এইটুকু সুখ।
ইমিউনিটি সিস্টেম বাড়াতেই হবে
ভিটামিন জিঙ্ক খাও, রোদও পোহাবে।।