• Uncategorized
  • 0

বিশ্ব কবিতা দিবসে ভজন দত্ত

না সম্পাদকীয়: বিশ্ব কবিতা দিবস ২০২০

কারা যেন বলতেন মানুষ উন্নত প্রাণি! মানুষ যে কত উন্নত তা তো এখন আমরা বুঝতেই পারছি! ঘরে ঘরে বুঝছি। এভাবে যে বুঝতে হবে তা আমরা কেউ কোনোদিন ভাবিনি! এ বিশ্বে ‘বিশ-বিশ’ এখন হয়ে গেছে ‘বিষ-বিষ’। বিষ থেকে মুক্তির দিকে তাকিয়ে তামাম পৃথিবী। এই সুন্দর পৃথিবীতে বিষেরও বোধহয় প্রয়োজন ছিলো! মৃত্যু বা সংক্রমণ ভয়ে কীরকম একটা সাম্য এসে গেছে ভাবুন! ধর্মের বেড়াজাল ভেঙে গেছে। বন্ধ হয়েছে মন্দির-মসজিদ-গির্জা।ধনী-গরীব,উন্নত বা অনুন্নত,এশিয়া- আফ্রিকা-ইওরোপ আজ সব দেশের সকলেই বাঁচার জন্য কোয়ারান্টাইনে।দেবতাদের মুখেও আজ মাস্ক।বিপুল ব্যয়ে নির্মিত বিরাট মূর্তি দেখার আজ লোক নেই আর এদিকে স্বল্পব্যয়ের হাসপাতালে জায়গা নেই। আমরা সবাই যখন কোয়ারান্টাইনে তখন আপনার অতি বিশ্বস্ত, প্রিয়তম সঙ্গী হিসেবে কবিতার কি কোনো জুড়ি হবে? কবিতার ভেতর ডুব দিয়ে মানুষ আবার অমৃতের সন্ধান পান, শুদ্ধস্বরে ভালোবাসার কথা বলুন।
অসুস্থ এই পৃথিবীতে কবিতা হয়তো আপনার হাতের স্যানিটাইজেসনের কাজে লাগবে না একটুও, কিন্তু হৃদয়ের বিষাদে,অবসাদে কবিতা ছাড়া সেখানে কেইবা আর মলম লাগাতে পারে বলুন!
এই পৃথিবীতে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে হাসপাতালের বিছানাতেও কবিতা লেখা হয়েছে। লেখা হয়েছে জেলখানায় বসে কিংবা মুক্তির আনন্দে। তবে এই তো একটা উপলক্ষ, এই তো একটা সময় কবিতার আরো কাছে আসার।
বাড়িতে জমিয়ে রাখা কবিতার সব বই নামুক আবার তাক থেকে। তাদের গা থেকে সরে যাক ধুলো।
আবারো লেখা হোক নতুনতর কবিতা। হোক কবিতার আন্দোলন। আর তা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। আসুন না আরো নিবিড়ভাবে ভালোবাসি কবিতাকে।
বিশ্ব কবিতা দিবসে এই আমাদের সামান্যই অর্ঘ্য। মাত্র ১০৪ জনের কবিতা দিয়ে সাজিয়ে দিলাম।

যারা যারা কবিতা পাঠিয়েছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের সকলকে টিম টেকটাচ টক-এর পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার জানাই।
মেলে আসা সকলের কবিতা প্রকাশ করতে না পারার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
তাদের বলি লিখুন আরো।আবারো পাঠান।
পড়ুন। সকলের কবিতা পড়ুন।পড়ে লাইক করুন,শেয়ার করুন,চাঁছাছোলা মন্তব্য করুন। ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার স্বাধীনতা তো আপনার!
সব্বাই খুব ভালো থাকুন। ভালো থাকতেই হবে। নিজের জন্য,পরিবার-পরিজন,পাড়া-মহল্লা, সমাজ, দেশের জন্য ভালো থাকুন।এই চরম অসুস্থতায় আমাদের ভালো রাখার জন্য,ভরসা দেওয়ার জন্য যারা রাত-দিন এক করে যারা কাজ করে যাচ্ছেন তাদের জানাই আমাদের অভিবাদন,শ্রদ্ধা।

আমাদের শুভেচ্ছা ও শুভকামনা সবদিন,সর্বক্ষণ।

বিনীত
ভজন দত্ত
মুখ্য সম্পাদক
দৈনিক টেকটাচ টক

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।