বিশ্ব কবিতা দিবসে কৃপা বসু
by
·
Published
· Updated
গদ্য কবিতায়
শরীর থেকে সাজ খোলার সময় যার ঠোঁট কাঁপেনা, সে ঠোঁটে আদৌ কখনো কথা ফুটেছিল নাকি!
অনিচ্ছাকৃত সঙ্গমে দুটো মন সাড়ে তিনকোটি দূরত্বে দাঁড়িয়ে থাকে….
চলে যাবার সময় পিছনে ফিরে তাকাতে নেই। প্রেমিকরা ভাঙচুর হলে গলাকাটা অনুভূতির লাল ছিটকে লাগতে পারে বুকে…
যে মেয়েটি কথায় কথায় খিলখিলিয়ে হাসতো, সেই মেয়েটি এখন হাসির আওয়াজ তীব্র ঘৃণা করে….
দূর থেকে শান্ত তারা ভীষণ, আতস কাঁচ দিয়ে দেখলে বুঝবে কয়েকটা কাঁচের টুকরো মুঠোয় ভরে হেঁটে যায় কাদা থেকে পা তুলে…
এক একটা ঘুমের ভেতর পাহাড়ের মতো কয়েকটা রাত জেগে থাকে। মুখ ঘুরিয়ে চলে যাওয়া মানুষরা টের পায় না….
রাস্তা তুমি প্রখর রোদে মরে যাওয়া মায়ের আঁচল হতে পারো??
ভালোবাসার দিব্বি কেটে ওরা পাল্টে ফেলে পোশাক মাঝরাতে….