অগোছালো শব্দের আবছায়া মায়া শুধুই নিয়তি
যা ক্রমাগত নাভিশ্বাস ছাড়ছে দুই বক্ষ পাঁজরে।
আর আনমনা হৃদয় শুকনো ডানায় ভর রেখে
ধরেছে পরিচিত কলেজস্ট্রীটের পথ…
ছড়িয়ে রয়েছে এলোমেলো ট্রামলাইন, বইয়ের দোকান।
এখানকার কম বয়সী ছেলেরা
মেয়ের টান বোঝেনি এখনও;
অথচ কলেজ পড়ুয়া বান্ধবীরা বন্ধু খোঁজে…
সময়ও গড়িয়ে চলে ফাগুন স্রোতে।
এ যে আমার কলকাতা
দিন দিন অভিযোজিত হচ্ছে আমার শহর।
এ যেন দীর্ঘ প্রেম আর প্রেমের ছবি
যা নির্বাক চলচিত্রের মতই অফুরন্ত সময়ের সাথে
তালমিলিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে
দূর…
আরও দূর…
বহুদূরে…