বিশ্ব কবিতা দিবসে অর্কপ্রভ ভট্টাচার্য
by
·
Published
· Updated
শীত নেমেছে শহরে
শহরে এখন সবেতেই নিম্নগামী,
শীতঘুমে মগ্ন;
লেপের ভিতর থেকে এক হাত বার করে কফির চুমুক,
ঘুমের সাথে লেপ্টে এখনও শরীর,
খবরে দেখাচ্ছে মৃতদের সংখ্যা বেড়ে দশ,
শহরের সর্বনিম্ন শীতের রেকর্ড
নগ্ন গাছে সেশ হলুদ-খয়েরি পাতা
যেন মেখে আছে অকৃত্রিম ফেভিকল
সিগারেটের ধোঁয়া মিশে গেছে কুয়াশায়
কুয়াশায় হারানো দুটো সাইকেল;
শহর এখন ন্যাড়া গাছের ছবি
শহর এখন নিন্মগামি,
ঊর্ধ্বমুখী বলতে
ভিক্টোরিয়ায় উষ্ণ চুম্বন।