কবিতা আমার মনের প্রিয়া
সৃষ্টি সুখের বৃষ্টি,
কবিতা আমার মন পবনের
কবিতা আমার সৃষ্টি।
কবিতা আমার স্বপ্ন মধুর
রাতের শেষে ভোর,
কবিতায় খুঁজি মনের মানুষ
কবিতায় ধরি সুর।
কবিতা আমার সবুজ পাহাড়
ঝরনা ঝরা হাসি,
কবিতা আমার আকাশ বাতাস
কবিতা মনের বাঁশি।
কবিতা আমার মাটির গন্ধ
ঘামের গন্ধ খুঁজি,
কবিতায় আমি সব খুঁজে পাই
কবিতায় মন বুঝি।
কবিতা আমার মন মাঝারে
কমায় দুঃখের ভার,
কবিতায় আমি দিন বদলের
অস্ত্রে দিই ধার,
কবিতা আমার মনের কর্ষণ
মাটির বুনন ভাঙা,
কবিতা আমার বন হরিণী
কবিতায় মন রাঙা ।
কবিতা আমার মনের কথা
কবিতা আমার সব,
কবিতা আমার দিনের শুরু
কবিতায় তুলি রব।
কবিতা আমার দিন বদলের
নতুন দিনের গান,
কবিতা আমার সূর্য সকাল
রক্ত মেঘের টান।