গাঢ় মাদক চুম্বন এঁকে দাও
আমি আরও একবার মরতে চাই।
আমার অক্ষমতাকে মার্জনা কর
ঔদার্যহীন অস্থিরতায় বারবার ছুঁয়েছি তোমার আঙুল।
ওখানে তো কেউ নেই
ওখানে শুধু আমরা দুজন।
আমরা দুজন…
অথবা একঝাঁক অন্ধকার
আর কিছু নিয়ন আলো।
একঝাঁক জোনাকি নির্ঘুমে বসবাস
রাত খুব একলা খেলাঘর একলা।
হাতপাতো জ্যোস্না গলে পরো হাহাকার
ছায়াগুলি মিলছে ছায়াগুলি বিপরীত।
ওখানে তো কেউ নেই
ওখানে শুধু আমরা দুজন।
ওপারেতে জল নদী তেষ্টাতে ছটফট।
ঢেউগুলি মেলেনা,
ঢেউগুলি মেলেনা… ঢেউগুলি জানেনা।
জলহারা ডুবুরী ডুবে যায় নিমিষে
কি খোঁজে নীল ভাজে রঙনেভা সন্ধ্যা?
পরে রয় ঘুমগুলি নিঃসাড়ে চুপটি,
ঘ্রাণ খুব অচেনা… ঘ্রাণ খুব অজানা।
বুনোঘুম এঁকে দাও নুয়ে পরা সন্ধ্যা।
আমি খুব ভিজবো… আমি খুব কাঁদবো…
আমি খুব পেতে চাই।
ওখানে তো কেউ নেই
ওখানে তো মন্থর।
কানপাতো রাত নামে
দৃষ্টিতে বিভ্রম,
ওপারেতে ডিঙ্গা নাও খোলাপাল হাতছানি,
কুয়াশায় ভুল হয় চেনামুখ বারবার।
কাছে আসে দূরে যায়
স্মৃতিদের বুদবুদ।
ওখানে তো কেউ নেই…
ওখানে শুধু আমরা দুজন।।