সাতে পাঁচে কবিতায় পলাশ চৌধুরী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রুমি ও ওপরে ওঠা
১
বসে আছে, অতীত নেভার ফ্রী-গার্ড,
তুমিও তো কতকাল রুমি। ভেবেছিলে?
এ-রাত বিপর্যয় ছাড়া কিছুই না, সেও তো
সুত্রের কিছুটা, নাই বা পরিত্রাণ!
২
ছত্রে যুক্তি জাগাও, বাঁচানোর জমি চেয়েছিল কেউ?
অধিগ্রহণ যতটা অদৃশ্য ততটা তুমির বিকানো উঠোন,
তলতাপ তোতলা এতোই, ফিকির লহমায়,
বজ্জাৎ ব্যাংপায়ে সঙ্গম নুচে নেয়।
৩
সেলামী ঢেরবেশি, আধটা সেলাই,
চৌকস চেয়ে দেখো, চেহারাটি চোখ
তুমিই তো তোমার অতি, বক্ষের মাপে
বুক কি অতটা নরম, উপোষী অপেক্ষা যেমন!
৪
লেকগুলো স্থলজ হোক বা বন্যই অন্তত
লোটায় তৃপ্তি ছেটাতে, মেঘটিও বিষাদচূড়ায়
এভাবে হারাতে নিজেকে নিজেই, ওহে প্রিয় হাত
ভূমিকাটির ভূমিকম্পে আঘাত বুলাও