বিশ্ব কবিতা দিবসে অর্পিতা দাশগুপ্ত ঠাকুর
by
·
Published
· Updated
করোনা’ গ্রাস …..
মড়ক লেগেছে গোটা দেশজুড়ে,
ধরবে কে আজ হাল?
জীবন মৃত্যুর মাঝখানে আজ
ধর্ম ও বেসামাল।
ওরা হিন্দু না ওরা মুসলিম
জানান দেয় না সে,
বিশ্বে লেগেছে মহামারী আজ
‘করোনা’ ভাইরাসে।
মানুষ মরছে কাতারে কাতারে
বেহাল হাসপাতাল,
পরিষেবা পেতে ছুটছে মানুষ
জীবন টালমাটাল।
মক্কা মদিনা বন্ধ কেন ?
মন্দির কেন রুদ্ধ ?
হাজারে হাজারে মানুষ আজ
করছে জীবন যুদ্ধ।
কোথায় গেল বর্ণদ্বেষী ধর্মরাজের দল ?
ভাইরাসেতে মানুষ মরে জাত ও পায়না তল।
বন্ধ হোক ধর্মের বাণী
মানুষ হোক সত্য ,
বাঁচার লড়াই -এ বাঁচুক সবাই
করোনা কাউকে ব্রাত্য।
সুযোগ পেলেই ডাক্তার পেটাও
আজ তারাই বাঁচায় প্রাণ,
শত ভুল তাই ক্ষমা হয়ে যায়
তারাই যে ভগবান।
আমরা ধন্য তাদেরই জন্য
মৃত্যুকে করি জয়,
তাদেরই করি আক্রমণ
করি মানবতার অপচয়।।
মন্দির, মসজিদ রুদ্ধ করেছে
তাদের গৃহের দ্বার,
শুধু বিজ্ঞান আজও বাঁচিয়ে চলেছে
গোটা বিশ্ব- সংসার।।।।