বিশ্ব কবিতা দিবসে তৃণা ঘোষাল
by
·
Published
· Updated
সময়
পর্দা জুড়ে জমেছে ধুলো।
পাশাপাশি একসাথে থাকি।
চাইলেও ধরে রাখা দায়।
তাকেই ‘সময়’ বলে ডাকি।।
পরতে পরতে জমে ঘুণ
জীবনেও দৌড়নো চাই।
রেস শেষে বাঁচার চাহিদা
আদরেও সময়টা চাই।।
আকাশের নীলে মরা তারা।
নিশি আজও ডেকে ডেকে যায়।
যা কিছু ছাড়তে চেয়েছি
তারা সব জুড়ে বসে গায়ে।।
সময় মুখোশে ঢাকা পড়ে।
পাশাপাশি কান্না হাসি গান।
সুতোয় পড়ছে ক্রমে গিঁট
মনের ভিতরে সেই টান।।
একবার দৌড় থামিয়ে
সময়ের স্রোতে মন্থর।
একবার সময়কে চাওয়া
পাওয়াটুকু থাক নশ্বর।।
প্রতিদিন পাশাপাশি বাঁচা।
ব্যবধানে নেমে আসে চাঁদ।
নোনা জল গল্পই সব
সময় তলিয়ে যাওয়া খাদ।।