কবিতায় সন্দীপ গঙ্গোপাধ্যায় by TechTouchTalk Admin · Published March 17, 2020 · Updated March 17, 2020 তোমার জন্য হঠাৎ তোমার কথা ভেবে শুখিয়ে যাওয়া ফুল গুলিতে ভোরের শিশির মেখে যত্নে মালা গেঁথে, তোমার কথা ভেবে হারিয়ে ফেলা আবির রঙে হৃদয় নিয়েছি একে বসন্ত দিন শেষে। তোমার কথা ভেবে শীত ঘুমের এই গভীর রাতে হালকা মুচকি হেসে চোখের জলে ভেসে, তোমার কথা ভেবে সুখ নামের ঐ অলীক চাদর রঙিন স্বপ্নে বেধে চলেছি নিরুদ্দেশে তোমায় ভালোবেসে।। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 কবিতায় অতনু চক্রবর্তী December 31, 2019 by TechTouchTalk Admin · Published December 31, 2019 · Last modified December 30, 2019