ছড়াক্কায় দিবাকর মণ্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
(১)
লাল ধুলোতে রাঙা প্রান্তর রাঙিয়ে দিয়ে যাও।
নব ফাল্গুনে জাগে শালবন,
রাঢ়ভূমি পরে রঙিন বসন;
হরষিত চিতে
ডাকে পরভৃতে…
বাউল বাজালো একতারা, এবে ছাড় গো কালের নাও।
(২)
বসন্ত এসে গেছে পলাশ বন আর শালের বনে।
কৃষ্ণচূড়া, শিমুল সাজে ;
লাল ধুলোতে ঢাকলো লাজে
রাঢ় বাঁকুড়া। ছন্দ তালে,
আবির রঙে কে রাঙালে!
গাছের তলা ছড়িয়ে দিলে মহুয়া ফুলে আর কাঞ্চনে।
(৩)
এগারো মাসের দিন চলে যায় মাস গুনে আর দিন গুনে।
মনের জ্বালা বিষম জ্বালা;—
আমি একা কুলের বালা…
জটিলা কুটিলা বাদী
গঞ্জনা দেয় নিরবধি।
শ্যাম সকাশে অবশেষে দেখা পেলাম ফাল্গুনে।