“নারী-দি-বস” উদযাপনে হরেকৃষ্ণ দে
নারী সম্ভ্রমের চড়ারোদ
জীবনের ভৌগোলিক সীমা পেরিয়ে আজ বড়ো থাবার মত চোখ পুষেছো, মনের অন্ধকারে এক বন্য চরিত্রের জঙ্গল৷
সেই জঙ্গলে বেহিসেবী ভাবনার খরচ উড়িয়ে চলেছো
জন্মের জন্মদাগ মুছে,
স্তনের হাহাকার ভুলেছ, আজকের মীরজাফরের চরিত্রে৷
যৌনতার মার্কার কলমে ধ্বংস লিখছো মায়ের,
বেআব্রু ভাষার পাঁক তুলছ বোনের স্বচ্ছ জীবন প্রণালীর,
যে নারী আপন মা৷
যে নারী সহোদর বোন৷
যে নারী সহধর্মিণী৷
যাঁদের পবিত্রতায় দেখছ জল,মাটি,আলো,বাতাস–
এত জীবনের সতেজতায় পৃথিবীতে পা ফেলছো,
এইসব নারীর দান ভুলে নিজস্ব মানচিত্রে কেন অকারণ রক্ত ছড়াও?
এসো নারীর পাশে
এসো নারীর এগিয়ে চলার সাথী হতে
এসো হাত ধরো
আপন নির্লজ্জ অমানুষতায় দাবানল জ্বেলে দিই৷
নারী সম্ভ্রমের চড়ারোদ মানবিক আঁচড়ে আলোকিত হোক–
সমাজের লিঙ্গ বিভেদের প্রাচীর ভেঙে…