খাট থেকে নামতে গিয়ে হাঁটু তে খট্ । উফ্ ব্যায়াম ও করা হয় নি কদিন। বাজার যেতে পারলেন না ,কী যে লজ্জা।নাঃ,আজ ই এছলনার শেষ।লাবন্য কে চ্যাটে জানালেন – দেখা করব আজ বিকেলে , ভিক্টোরিয়া, সাদা ধুতি পাঞ্জাবি। বিকেল চার টে।
কেউ এল না। বাড়ি ফিরে শোনে প্রিয় বন্ধু প্রভাতের গলা।একবছর পর দেখা। আশুতোষের হাত জড়িয়ে প্রভাত চুপিচুপি বলে – একা একা সময় কাটেনা, ফেসবুকের এক অমিত রে কে খেপিয়ে তুলেছি রে বাঁচা আমাকে। আশুতোষের দিল ফুরফুরে। কমলার হাত থেকে জলপাই চায়ের কাপ নিয়ে গুনগুন করে গেয়ে ওঠেন – এক চায়ে আমি তোমাকে চাই ।